স্পোর্টস ডেস্ক : লজ্জা এড়াতে পারল না অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর মাঠে নামেন উপেক্ষিত ক্রিকেটার যুবরাজ সিং। যুবরাজের ব্যাটে জয় পায় তার দেশ।
ওয়াটসনের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের সামনে ছিল রানের পাহাড়। কিন্তু অস্ট্রেলিয়া যেটা করতে পারেননি যুবরাজ ভাগ্যে সেটা করতে পেরেছে ভারত।
কয়েকদিন পরে ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই আসর নিয়ে কোনো ভুল করতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে নেয়া হয়েছে যুবরাজ সিংকে।
৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার সাক্ষী যুবরাজ সিং। ধোনির কারণে প্রথম ও দ্বিতীয় ম্যাচে মাঠে নামা হয়নি যুবরাজের।
কিন্তু ব্যাট হাতে না নামা হলেও দ্বিতীয় ম্যাচটি জয় করে সিরিজ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ কাজটি করেন যুবরাজ। ম্যাক্সওয়েলকে বিদায় করে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান যুবরাজ সিং।
শেষ ম্যাচে ভারতকে ১৯৮ রানের বিশাল টার্গেট দেয় অস্ট্রেলিয়া। কিন্তু দাপটের সাথে এই ম্যাচ জিতে নেয় ভারত। ওয়াটসনের ১২৪ রানের ইনিংস কোনো কাজে আসেনি।
৩ উইকেটে জিতেছে ভারত। কোহলি, রোহিত, ধাওয়ান ও রায়েনা ব্যাট হাতে দারুণ ভালো করেছেন। ধোনি শেষ পরীক্ষার ম্যাচে ব্যাটিংয়ে পাঠান যুবরাজ সিংকে।
তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার রান মেশিন ম্যাক্সওয়েলকে মাত্র ৩ রানে আউট করা যুবরাজ ব্যাট হাতেও দেখান ধামাকা। শেষ সময়ে কয়েকটি বল খেলার সৌভাগ্য হয় যুবরাজের।
চার ও ছক্কা সবই ছিল তার ব্যাটে। রায়েনাকে নিয়ে ২০০ রান করে ম্যাচের জয় নিয়ে ফেরেন প্যাবিলিয়নে। একই সাথে হোয়াইট ওয়াশ হয় অস্ট্রেলিয়া। নতুন বছরে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করা ভারতের বড় কীর্তিত্ব।
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর