স্পোর্টস ডেস্ক : অকল্যান্ডে হয় পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যেকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে ঘটে অঘটন। আর তাতে সর্বনাশ হয় পাকিস্তানের।
দলের ক্রিকেটারদের উপর ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট বোর্ড। তবে হকচকিয়ে যাওয়ার অন্য বিষয়ও রয়েছে। আর তা হলো আইসিসির রুল ভঙ্গের দায়ে একযোগে পাকিস্তানের সব ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আইসিসি!
বোরবার পাকিস্তানের সমতায় ফেরা আর নিউজিল্যান্ডের সিরিজ জয়ের ম্যাচ ছিল। পাকিস্তানের ব্যাটিং শেষে শুরু হয় বৃষ্টির ঝগড়া। এই অঘটনে কাল নেমে পাকিস্তানেরও। নিউজিল্যান্ড ম্যাচ জিতে। আর হোয়াইট ওয়াশ হয় পাকিস্তান।
টি-টোয়েন্টির পর ওয়ায়ানডে সিরিজেও পাকিস্তানের এমন হারে মূহ্যমান পাক ক্রিকেট পরিবার। তবে এরই মধ্যে পাকিস্তানের ক্রিকেটারদের শাস্তি ঘোষণা করেছে আইসিসি।
গণমাধ্যমের জন্য পাঠানো এক বিবৃতিতে আইসিসি জানায়, কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.৫.১ অনুসারে শাস্তি দেয়া হয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের।
নির্ধারিত সময়ে বোলিং শেষ করতে পারেনি পাকিস্তান। এক ওভারের জন্য বেশি সময় নেয়া নিয়েছেন আজহার আলী। এই অপরাধে শাস্তি হিসাবে ওই ম্যাচের আয়ের ২০ শতাংশ অধিনায়ক আজহারকে ও এই ম্যাচের অন্য সব ক্রিকেটারকে ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর