স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের যে কোনো আসরে বাংলাদেশের পক্ষে একমাত্র বিশ্বরেকর্ড এই টাইগার ক্রিকেটারের। তামিম-মাশরাফিদের নেই এমন রেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বে হৈ চৈ সৃষ্টি করেছেন বাংলাদেশের এক ক্রিকেটার।
ব্যাট হাতে তছনছ করেছেন আইসিসির আগের রেকর্ড। আর দলের জয়ের আনন্দে মুখ খুলেছেন তিনি। একদিকে দেশের জয় অন্যদিকে ক্রিকেটের সর্বোচ্চ অর্জনের আনন্দে মেতেছেন বাংলাদেশ যুব ক্রিকেট টিমের ব্যাটিং হাতিয়ার নাজমুল হাসান শান্ত।
এর আগে বিশ্বকাপের মত আসরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান সর্বোচ্চ রান করতে পারেননি। সেটা করেছেন শান্ত। বিশ্বকাপে শান্তর রান এখন ১৭৪৬।
যুবাদের বিশ্বকাপে এই রান বিশ্বে সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানের সামি আসলাম। তার রান বর্তমানে ১৬৯৫। এই রান নাম্বার ওয়ানে ছিল।
বিশ্বরেকর্ড করার আনন্দে নাজমুল হাসান শান্ত বলেন, দিনটা ছিল খুব স্পেশাল।
স্পেশাল দিনের ব্যাখ্যায় তিনি বলেন, আমি সেঞ্চুরি পেয়েছি। আমাদের দল জিতেছে। বাংলাদেশ টিম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আর এমন দিনে আমি বিশ্বরেকর্ড করেছি।
তিনি বলেন, আমি রেকর্ড করার পর দলের অধিনায়ক মিরাজ আবেগী হয়ে যায় আর আমার মনে হচ্ছিল রেকর্ডটা যেন ওই করেছে।
এই বিশ্বরেকর্ড করা টাইগার আরও বলেন, রেকর্ড হবে কি না হবে এটা নিয়ে ভাবিনি ব্যাট করার সময়ে। তবে রেকর্ডের পর বাবা-মাকে খুশি করতে পেরেছি বলে ভালো লাগছে।
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর