রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০৮:৪৯:৫৫

‘আমরা ভারত-অস্ট্রেলিয়াকে বলে কয়ে হারাতে শুরু করব’

‘আমরা ভারত-অস্ট্রেলিয়াকে বলে কয়ে হারাতে শুরু করব’

স্পোর্টস ডেস্ক : মাশরাফি-সাকিবের চোখে এখন বিশ্বকাপের স্বপ্ন। স্বপ্ন নিয়েই গণমাধ্যমে মুখ খুলেছেন জাতীয় দলের দুই প্রাণ ভোমর।

মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন জাতীয় দলের প্লান পরিকল্পনা সম্পর্কে। বীরের দেশের ক্রিকেট বীর মাশরাফি বিন মুর্তজা করেছেন অসাধারণ উক্তি।

মাশরাফি বিন মুর্তজা সাহসী উক্তিতে বলেছেন, যেদিন আমরা আমাদের টিম প্লান বাস্তবায়ন করব সেদিন থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মত দেশকে আমরা বলে কয়ে হারিয়ে দিব।

মাশরাফি বলেন, এখনো আমরা মাঠে গিয়ে আমাদের প্ল্যানগুলো ঠিকমতো কাজে লাগাতে পারি না। এক সময় ভারত-অস্ট্রেলিয়ার মতো দলকে বলেকয়ে হারাতে শুরু করব, সেদিন আমরাই বিশ্ব ক্রিকেটে উদাহরণ হব।

মাশরাফি বলেন, সেদিন বেশি দূরে নয় যখন আমরা এই কাজটা করতে পারব। মাশরাফি বলেন, আমাদের টিমের সবার মধ্যে খুব মিল রয়েছে।

পরে তিনি বলেন, সাকিব কিন্তু বিল ক্লিনটনের ফ্যামিলি থেকে আসেনি, আমিও ওবামার মতো ফ্যামিলি থেকে না। আমাদের ড্রেসিং রুপে একটা ভালো কালচার রয়েছে।

ড্রেসিং রুমে খেলা নিয়েই আলোচনা বেশি হয় বলে জানান মাশরাফি বিন মতুর্জা। মাশরাফির কথায় সায় দেন সাকিব আল হাসানও। তথ্যসূত্র : প্রথম আলো
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে