স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে টানা সিরিজ হেরে বসে পাকিস্তান। তিন ম্যাচের টি-২০ সিরিজে আফ্রিদির দল পরাজয় বরণ করে ২-১ ব্যবধানে। ব্যর্থতার ধারাবাহিকতা পাকিস্তান ধরে রেখেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও। এই সিরিজ নিউজিল্যান্ডের কাছে খুইয়ে বসেছে এক ম্যাচ হাতে রেখেই। রোববার সিরিজের তৃতীয় ম্যাচে আজহার আলীর দল স্বাগতিকদের কাছে পরাজিত হয় তিন উইকেটে।
দ্বিতীয় ম্যাচটি অবশ্য বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। নইলে পাকিস্তানের কপালে জুটতে পারত ধবলধোলাইয়ের লজ্জাও। ক্রিকেট বিধাতা আজহার বাহিনীকে আপাতত সেটা আর হতে দেননি। বেঁচে গেছেন হাফিজ-আমিরা। নিউজিল্যান্ড সফরে টানা সিরিজ হারের পরও অখুশি নন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনিস। পাকিস্তান বসের খুশি জায়গা অবশ্য ভিন্ন কারণে। ওই সিরিজে বাবর আজমদের মতো নবীনরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের আগে শিষ্যদের নিউজিল্যান্ড সফর বেশ কাজে দেবে বলে আশাবাদী ইউনিস।
ওয়াকার ইউনিস বলেন, ‘আমি মনে করি, নিউজিল্যান্ড সফর নবিশদের খুব কাজে দেবে। কিউইদের মতো শক্তিশালী দলের বিপক্ষে তারা ভালো খেলেছে। আমরা সিরিজ খুইয়েছি এটা তাদের সামনে তুলে না ধরে তাদেরকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে। বাবর আজম ইতিবাচক খেলেছে। এটা পাকিস্তান টিমের জন্য বড় পাওয়া। এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড থেকে কুড়িয়ে আনা অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে সে।’
অভিজ্ঞ বোলারদের ব্যর্থতায় নিউজিল্যান্ড সফরটা বাজে কেটেছে পাকিস্তানের। এ কথা নির্দ্বিধায় স্বীকার করে নিলেন ইউনিসও, ‘আমাদের বোলিং বিভাগে যথেষ্ট ছন্দপতন ঘটেছে। যা আমাদের গোটা সফরেই ভুগিয়েছে। এছাড়া বাজে ফিল্ডিংও ছিল চোখে পড়ার মতো। প্রথম ও তৃতীয় ওয়ানডেতে বেশ কয়েকটি ক্যাচ মিস হয়েছে। এমনটা না হলে সিরিজের ফলটা ভিন্নও হতে পারত।’-বাংলামেইল
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস