স্পোর্টস ডেস্ক: মাশরাফি বাহিনীর সামনে এখন এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের মতো বড় দুটি টুর্নামেন্ট। এ দুটি আসরকে সামনে রেখে খুলনায় শেষ হয়েছে প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ-পর্ব। এরই মধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। এই প্রস্তুতি ম্যাচগুলোতে অনেক ভালো মানের পারফর্মার পাওয়া গেছে বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।
রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় প্রস্তুতি ম্যাচে মাশরাফির লাল দলকে ৯ উইকেটে হারিয়েছে শুভাগত’র সবুজ দল। এ ম্যাচে লাল দলের হয়ে খেলেন তামিম। তবে এই বাঁহাতি ওপেনার ৪৬ বলে ৫১ রান করেও দলকে জেতাতে পারেননি। পরে ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তামিম।
তৃতীয় প্রস্তুতি ম্যাচে দল হারার পর বাংলাদেশ জাতীয় দলের এই বাঁহাতি ওপেনার বলেন, ‘খুলনায় আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। এখানে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছি। এই ম্যাচগুলো থেকে আমরা অনেক কিছু অর্জন করেছি। বিশেষ করে এখানে (খুলনায়) প্রস্তুতি পর্ব শেষে অনেক ভালো পারফর্মার মিলেছে। এখানে মোহাম্মদ মিঠুন দুটো প্রস্তুতি ম্যাচেই রান পেয়েছেন। একই সঙ্গে প্রাথমিক দলে থাকা আরও বেশ কয়েকজন রান পেয়েছেন। এগুলো সবাই দেখেছে।’
এশিয়া কাপের টিম কম্বিনেশন কেমন হবে এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘টিম কম্বিনেশন কেমন হবে, এটা ঠিক করবে সিলেকটর, কোচ আর টিম ম্যানেজমেন্ট। তবে এশিয়া কাপে বেস্ট টিম কম্বিনেশন হবে বলে আমি আশা করছি।’
খুলনায় শেষ প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি করে এশিয়া কাপে রানে ফেরা ইঙ্গিত দিয়ে রাখলেন তামিম ইকবাল। শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি পাওয়ায় দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠা তামিম বলেন, ‘আমি মানসিকভাবে অনেকটা প্রস্তুত ছিলাম। কয়েকটা ম্যাচে আমি রানও করেছি। প্রথম ও রোববারের তৃতীয় প্রস্তুতি ম্যাচে ফিফটি-উর্দ্ধো রান করেছি। তাই মূল ম্যাচে ২০/৩০ রান না করে যদি ফিফটি প্লাস রান করা যায় তাহলে টিমের জন্যও সেটি ভালো কিছু হবে। সর্বোপরি তিন প্রস্তুতি ম্যাচে করা রানের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’-বাংলামেইল
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস