রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ১১:০৬:৪৬

সেই তালিকায় মুশফিকুর রহিম

সেই তালিকায় মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নিলামে থাকছে চার বাংলাদেশি ক্রিকেটার।  এমনটা আগে জানা গিয়েছিল।  এবার তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সাথে সেই তালিকায় যুক্ত হলেন এবার বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

৬ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএলের নিলামের জন্য দেশ-বিদেশের ৩৫১ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইপিএলের গভর্নিং বডি।  সেখানে উইকেট রক্ষকের তালিকায় আছেন মুশফিকুর রহিম।  তার ভিত্তিমূল্য ৩০ লাখ ভারতীয় রুপি।

বিশ্বের ১ নাম্বার অল-রাউন্ডার সাকিব আল হাসান আগে থেকেই কলকাতা নাইট রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ।  এ আসরেও কেকেআরের হয়ে মাঠ মাতাবেন তিনি।  

তবে শারিরীকভাবে ফিট না হলে নিলামে বিক্রি হলেও মুস্তাফিজুর রহমানকে আইপিএলের জন্য ছাড়পত্র দেবে না বিসিবি।  ফলে তামিম, মুশফিক, সৌম্য বা তাসকিনের কেউ নিলামে দল পেলেই তবেই সাকিবের পাশাপাশি আইপিএলে খেলতে পারবেন।

ভারতের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় এ আসর শুরু হবে চলতি বছরের এপ্রিলের ৮ তারিখে।  সম্প্রতি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস।  তাদের বদলে নবম আসরে পুনে ও রাজকোট নামে দুটি নতুন দল অংশ নেয়ার কথা।
৩১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে