সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:২৫:১২

আলোচিত ও বিতর্কীত ইস্যু নিয়ে আইসিসির বৈঠক

আলোচিত ও বিতর্কীত ইস্যু নিয়ে আইসিসির বৈঠক

স্পোর্টস ডেস্ক : বিতর্কিত সংবিধান সংশোধন, অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি–সহ বিভিন্ন বিষয় নিয়ে ৪ ফেব্রুয়ারি বৈঠকে বসতে চলেছে আইসিসি। সভাপতি শশাঙ্ক মনোহরের নেতৃত্বে সদর দপ্তর দুবাইয়ে এই বৈঠক হবে। একই দিনে মুখ্য এগজিকিউটিভ কমিটি–সহ বেশ কিছু কমিটির বৈঠকও ডাকা হয়েছে।

বুধবার বোর্ডের সঙ্গে আর্থিক এবং বাণিজ্যিক কমিটির মিটিংও রাখা হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে সাবেক আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসনের আমলে ‘বিগ থ্রি’— যথাক্রমে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার হাতে যাবতীয় ক্ষমতা দেওয়া হয়। বিভিন্ন সদস্য দেশ তখনই এর প্রতিবাদ করেছিল। মনোহরও সভাপতি হওয়ার পর এই বিষয়টি মানতে পারেননি।

বৃহস্পতিবারের সভায় সে বিষয় নিয়েই মূল আলোচনা হওয়ার সম্ভাবনা। এছাড়াও, অলিম্পিক এবং কমনওয়েলথ গেমসে ক্রিকেটের সম্ভাব্য অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে আলোচনা হবে। সামনেই টি–২০ বিশ্বকাপ। সেখানে খেলার শর্ত এবং পুরস্কারমূল্যও ওই দিন ঘোষণা করা হবে। পাশাপাশি, আমেরিকায় ক্রিকেট কীভাবে আরও ছড়িয়ে দেওয়া যায়, তা যেমন আলোচিত হবে, তেমনই ডোপিং এবং দুর্নীতি–বিরোধী পদক্ষেপ নিয়েও কিছু ঘোষণা হওয়ার সম্ভাবনা।
০১ ফেব্রুয়ারী,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে