সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৩৩:৪৯

স্বপ্ন পূরণের পর যা বললেন ধোনি

স্বপ্ন পূরণের পর যা বললেন ধোনি

স্পোর্টস ডেস্ক : একসময় দেখে মনে হচ্ছিল, হাতের সামনে এসেও হাতছাড়া হয়ে যাবে হোয়াইটওয়াশের স্বপ্ন। বিরাট কোহলি এবং রোহিতের সৌজন্যে অনেকটা কাছাকাছি এসে গেলেও শেষে এসে মনে হচ্ছিল, আবার খলনায়ক হতে চলেছেন যুবরাজ। শেষ ওভারে দরকার ছিল ১৭।

অধিনায়ক ধোনি নিজে না এসে কেন যুবিকে পাঠালেন, তা নিয়ে যখন গোটা ভারত ভাবনায় উত্তাল, তখনই টাইয়ের প্রথম এবং দ্বিতীয় বলে যথাক্রমে চার–ছয় মেরে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন ভারতকে। রুদ্ধশ্বাস ম্যাচে রেকর্ড রান তাড়া করে জিতলেও ধোনি কিন্তু বোলারদের পারফরমেন্সকেই সবার ওপরে রাখছেন।

কোনওরকম রাখডাক না রেখেই বলে দিলেন, ‘যখনই দেশের বাইরে যাই, তখনই বোলিং নিয়ে আমার চিন্তা হয়। কিন্তু যেহেতু ধারাবাহিকভাবে আমরা টি–২০–তে ভাল খেলে চলেছি, তাই আমাদের বোলিং এখন উন্নত। বোলিং নিয়ে আর আমার চিন্তা নেই। দু–একটা পরিবর্তন হতে পারে, দলে অতিরিক্ত স্পিনার বা মিডিয়াম পেসার আসতে পারে, কিন্তু মোটামুটি একই বোলিং লাইনআপ থাকবে।’

তবে ভারত অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, এই সিরিজের সেরা আবিষ্কার নিঃসন্দেহে জসপ্রীত বুমরা। এই অলরাউন্ডারকে প্রশংসায় ভরিয়ে ধোনি জানালেন, ‘যেভাবে তিনটে ম্যাচে ও বোলিং করেছে, তা এককথায় অসাধারণ। বুমরার মধ্যে একটা আলাদা ক্ষমতা আছে। আজও কয়েকটা ইয়র্কার দিল। আমি আগেই বলেছি, সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য পেতে গেলে ইয়র্কার দেওয়া জরুরি। ইয়র্কার করবেন কি না সেটা আপনার ব্যাপার, কিন্তু যদি না করতে পারেন, তাহলে একটা সময় আপনাকে চাপে পড়তেই হবে।’

০১ ফেব্রুয়ারী,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে