স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ম্যাচে ধোনি ব্রিগেডের জয়ের পর নিজের ইচ্ছের কথা জানিয়েছিলেন। ‘আমি চাই, ভারত ৩–০ করুক।’ বক্তার নাম সুনীল গাভাস্কার। রোববার তার ইচ্ছে পূর্ণ করেছে টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই তিনি খুশি। সানি এবার চাইছেন, রবিবারের একাদশই ভারত খেলাক আসন্ন টি–২০ বিশ্বকাপে।
ভারতীয় দল কেমন হওয়া উচিত, জানতে চাওয়া হয়েছিল গাভাস্কারের কাছে। তখনই তিনি নিজের ওই ইচ্ছের কথা জানান। এনডিটিভি–কে গাভাস্কার আরও বলেছেন, টোয়েন্টি–২০ বিশ্বকাপের দলে অবশ্যই রাখা উচিত যুবরাজ সিংকে।
তার কথায়, ‘যুবরাজ অস্ট্রেলিয়ায় উইকেট পেয়েছে। যেখানে উপমহাদেশে খেলা, তখন তো প্রথম একাদশে ওকে রাখতেই হবে। যুবরাজ মোটেই ওর শক্তি হারায়নি। ওর সম্পর্কে ধৈর্য রাখতে হবে।’
‘স্বচ্ছ ভারত’ অভিযানের কথা মাথায় রেখেই গাভাস্কারের রসিকতা, ‘স্বচ্ছ অস্ট্রেলিয়া’র কাজটা ভারত ভালই করলো। একই সঙ্গে সুরেশ রায়নারও প্রশংসা শোনা গেছে তার গলায়। তিনি বলেন, ‘টোয়েন্টি–২০ ফরম্যাটের ভাষা রায়নার থেকে কেউ ভাল পড়তে পারে না। যেভাবে রায়না এবং যুবরাজ স্নায়ুর উত্তেজনা নিয়ন্ত্রণে রাখল, প্রশংসনীয়। দলের ভারসাম্য খুবই ভাল। সিডনির জয়টা বিরাট। ২০০ রান তাড়া করা মোটেই সহজ নয়।’
০১ ফেব্রুয়ারী,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি