সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:১৩:২৯

সমর্থককে চমকে দিয়ে কোহলির উপহার

সমর্থককে চমকে দিয়ে কোহলির উপহার

কুন্তল চক্রবর্তী : এক শহর। একই হোটেল। কিন্তু মাত্র দশ দিনে পৃথিবীটা যেন উল্টে গিয়েছে ধোনির দলের! এসসিজিতে শেষ ওয়ান ডে জিতলেও ভারতকে ১-৪ সিরিজ হারের লজ্জা গিলতে হয়েছিল। কিন্তু সে দিনই রোপন হয়েছিল টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৩-০ দুরমুশ করার বীজ। এবং শপথের বীজ পুঁতেছিলেন বিরাট কোহলি।

‘‘আমরা এখন হয়তো ০-৪ পিছিয়ে থাকতে পারি। কিন্তু কেউ এই সফরটাকে দু’টো সিরিজ বলে ভেবো না। অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা আসলে আটটা ম্যাচ খেলছি। তার অর্ধেক এখনও বাকি। চলো, ০-৪-কে এখান থেকে ৪-৪ করি,’’ দলের তরুণ সতীর্থদের তাতাতে বলেছিলেন ভারতের টেস্ট ক্যাপ্টেন।

এবং নতুন বছরের প্রথম মাসের শেষ দিন সেটাই ঘোরতর বাস্তব। সিডনি থেকে জেতা শুরু করে তার পরে টি-টোয়েন্টিতে ‘ক্লিনসুইপ’!

টিম ইন্ডিয়ার এক সূত্র জানাচ্ছেন, ড্রেসিংরুমে বিরাটের ওই কথা ম্যাজিকের মতো কাজ করেছে। এমনকী ধোনি পর্যন্ত যা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। সীমিত ওভারের ফর্ম্যাটে ভারত অধিনায়ক স্বয়ং আবার মনে করছেন, অস্ট্রেলিয়ার মাটিতেই মোটামুটি ঠিক করে নিতে পেরেছেন বিশ্বকাপে ভারতীয় দলের কম্বিনেশন।

‘‘আমাদের মোটামুটি এই দলই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। দুটো-একটা জায়গা নিয়ে একটু ভাবনা-চিন্তা করা যেতে পারে। কিন্তু তার বেশি বদল মনে হয় হবে না,’’ অস্ট্রেলিয়াকে তাদের দেশে এই প্রথম ৩-০ হারিয়ে উঠে বলেন ধোনি।

বিরাট শুধু সতীর্থদের নয়, সমর্থকদেরও তাতাচ্ছেন! এ দিন মাঝরাতের পরেও ভারতের টিম হোটেলের বাইরে সমর্থকদের ভিড়। হোটেলে ঢোকার সময় সেই ভিড়ে এক ভারতীয়কে অজিদের জার্সি গায়ে দেখতে পেয়ে তার সামনে গিয়ে নিজের প্র্যাকটিস টি-শার্টটি দিয়ে কোহলি বলেন, ‘‘ওদের জার্সি খুলে নিজের দেশেরটা পরো।’’

কোহলি-মন্ত্র যদি ভারতীয় ড্রেসিংরুমের মানসিকতা অন্য স্তরে তুলে দিয়ে থাকে, তা হলে জসপ্রীত বুমরাহকে খেলিয়ে ধোনির মাস্টারস্ট্রোক নিয়েও আলোচনা তুঙ্গে। বুমরাহ যে অস্ট্রেলিয়ায় এসেছেন চোট পাওয়া শামির জায়গায় টি টোয়েন্টিতে খেলতে, সেটাই জানা ছিল।

অদ্ভুত বোলিং অ্যাকশনের বুমরাহকে ধোনি এই সিডনিতেই শেষ ওয়ান ডে-তে আচমকা খেলিয়ে দেন। সেই আত্মবিশ্বাসের জোরে টি-টোয়েন্টি সিরিজে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। ধোনি দাবি করলেন, ‘‘জসপ্রীতই এই সিরিজের আবিষ্কার।’’ আরও এক পা এগিয়ে এ দিনের ম্যাচের অস্ট্রেলীয় নায়ক শেন ওয়াটসন বলে দিলেন, ‘‘ঘরের মাঠে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে অবাক হব না।’’

০১ ফেব্রুয়ারী,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে