স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় সিরিজ জিততেই সুখবর এল ভারতের কাছে। আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলো ভারতীয় দল। বিশ্বকাপ টি-২০ শুরু আগে এটা সত্যি ভাল খবর। কিছুদিন আগেই টেস্টে এক নম্বর স্থান দখল করে নিয়েছে বিরাট কোহলি অ্যান্ড ব্রিগেড।
এবার টি-২০ তেও সেরা ভারতই। এতদিন এই জায়গা দখল করে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের রেটিং পয়েন্ট ১২০। ক্যারিবিয়ানদের থেকে দু’পয়েন্ট এগিয়ে। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলেরই রেটিং পয়েন্ট ১১৮। এর আগে ভারত ছিল আটে। সেখান থেকে এক লাফে শীর্ষে।
একটা সময় পর্যন্ত টি-২০র রাজা ছিল ভারতই। প্রথম টি২০ বিশ্বকাপে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারতই। অস্ট্রেলিয়ায় এই সিরিজ জয় ভারতের আত্মবিশ্বাসও বাড়াতে সাহায্য করবে। সামনে এশিয়া কাপ। তার পর বিশ্বকাপ। টি-২০ র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। পাঁচে নিউজিল্যান্ড, ছ’য়ে দক্ষিণ আফ্রিকা, সাতে পাকিস্তান, আটে অস্ট্রেলিয়া, ন’য়ে আফগানিস্তান ও দশে স্কটল্যান্ড।
০১ ফেব্রুয়ারী,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি