সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৪৭:৫৫

বিশ্বের সেরা দশ ইনিংসে টাইগার মাহমুদুল্লাহ

 বিশ্বের সেরা দশ ইনিংসে টাইগার মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: খেলার মাঠে মাহমুদুল্লাহ কেমন? যদি কোন ক্রিকেট ভক্তকে এমন প্রশ্ন করা হয় তাহলে উত্তর মেলবে নিরামিষভোজী প্লেয়ার মাহমুদুল্লাহ। সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারার ব্যাপক ক্ষমতা সম্পন্ন একজন ব্যাক্তি। কিন্তু উত্তাপ ছড়ানোর প্রশ্নে বরাবরই চুপ।

তারপরও গেল বিশ্বকাপে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পর পর দু’ম্যাচে সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ। তার ওই সেঞ্চুরির ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল টাইগাররা। পরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষেও তিনি সেঞ্চুরি করেন।

ম্যাচ শেষে তিনি ১২৮ রানে অপরাজিত ছিলেন। ১২৩ বলে ১২ চার ও ৩ ছক্কায় তিনি ইনিংসটি সাজান। বাংলাদেশ ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে। কিন্তু মাহমুদুল্লাহর ইনিংসটি ব্যর্থ হয়ে যায়। গাপটিলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।

মাহমুদুল্লাহর ওই ইনিংসটি ক্রিকইনফোর দৃষ্টিতে ২০১৫ সালের ওয়ানডের বর্ষসেরা ব্যাটিং ইনিংসে সপ্তম স্থানে মনোনীত হয়েছে।

১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে