সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২৪:৪৭

‘অভিনন্দন বাংলার যুব টাইগারদের’

‘অভিনন্দন বাংলার যুব টাইগারদের’

আরিফুর রাজু: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিতে ১১তম আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববার স্কটল্যান্ডকে নাজমুল হাসান শান্ত ও অধিনায়ক মিরাজের অসধারণ ব্যাটিং নৈপুণ্যে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ২০০৬, ২০১০ ও ২০১২ সালের পর চতুর্থবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল জুনিয়র টাইগাররা।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে ২৫৬ রান সংগ্রহ করে। জবাবে স্কটল্যান্ড গুটিয়ে যায় ১৪২ রানে। এ দিনে ম্যাচ সেরা পুরস্কার আসে ওয়ার্ল্ড যুবাদের মধ্যে সবচেয়ে বেশি রান সংগ্রকারী নাজমুল হাসান শান্তর হাতে।

যুবা টাইগাররা আগামীতে জাতীয় দলের নেতৃত্ব দিবেন। আর তাদের এই অসাধারণ কৃতিত্বে যারপরনাই খুশি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশকির তার ভেরিফাইড পেজে যুবাদের অভিনন্দন জানান এবং বিশেষভাবে ধন্যবাদ জানান শান্ত ও মিরাজকে।

১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে