স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে জাপানের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে জার্মানরা। আর সেই হারের কোপ পড়েছে দলটির কোচ হ্যান্সি ফ্লিকের ওপর।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) জাপানের কাছে হারের কয়েক ঘণ্টার মধ্যেই ফ্লিককে বরখাস্ত করেছে। ৯৭ বছরের ইতিহাসে চাকরি হারানো প্রথম কোচ ফ্লিক।
২০২১ সালের আগস্টে বিশ্বকাপ জয়ী কোচ ল্যুভের জায়গায় দায়িত্ব পেয়েছিলেন ফ্লিক। তার অধীনে ১৭ ম্যাচে মাত্র ৪টিতে জয় পেয়েছে জার্মানি। সর্বশেষ জয়টা ৬ মাস আগে। সবমিলিয়ে ৭৭০ দিন দায়িত্বে ছিলেন ফ্লিক। তার জায়গায় অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ক্রীড়া পরিচালক রুডি ফোলারকে।
ফ্লিককে ছাঁটাইয়ের ব্যাপারে ডিএফবি সভাপতি বার্নড নুয়েনডর্ফ বলেছেন, ‘ফুটবল বিশেষজ্ঞ হিসেবে হ্যান্সি ফ্লিক ও তাঁর সহকারীদের আমি সম্মান জানাই। কিন্তু আমাদের কাছে প্রধান অগ্রাধিকার হলো মাঠের সাফল্য।
কমিটির সদস্যদের মনে হয়েছে সাম্প্রতিক হতাশাজনক ফলের পর ছেলেদের মূল দলকে অনুপ্রেরণা জোগাতে নতুন কাউকে দরকার; দলকে আশাবাদ ও আত্মবিশ্বাসের চেতনায় গড়ে তোলা দরকার। তাই সিদ্ধান্তটা অনিবার্য হয়ে পড়েছিল। ব্যক্তিগতভাবে এটা (ফ্লিককে ছাঁটাই) আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত।’