সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১১:৪৮

দ্বিতীয় সন্তানের বাবা হলেন ক্রিকেটার মুশফিক

দ্বিতীয় সন্তানের বাবা হলেন ক্রিকেটার মুশফিক

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয়বারের মত বাবা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম। এদিকে দ্বিতীয় সন্তানের মুখ দেখতে এশিয়া কাপ চলাকালীন দেশে ফিরে এসেছিলেন তিনি। অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন গণমাধ্যম মুশফিকুর রহিমের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে। জানা গেছে, ফুটফুটে কন্যা সন্তানের জনক হয়েছেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে