সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৩৬:৫৩

সেই দুঃসংবাদ সত্যি হলো ভারত-পাকিস্তানের ম্যাচে!

সেই দুঃসংবাদ সত্যি হলো ভারত-পাকিস্তানের ম্যাচে!

স্পোর্টস ডেস্ক: বৃষ্টি নিয়ে দেওয়া সেই দুঃসংবাদ সত্যি হলো ভারত-পাকিস্তানের ম্যাচে! বৃষ্টির কারণে ফের বন্ধ আজকের খেলাও! এদিকে বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই যেন শেষ পাকিস্তান! ইনফর্ম ইমাম-উল-হকের পর ব্যর্থ বাবর আজমও। দুই টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে যখন ধুঁকছে পাকিস্তান, তখনই কলম্বোতে আরও একবার বৃষ্টির হানা। তাতে আপাতত বন্ধ আছে খেলা।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে পর্যন্ত ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ১৪ রান নিয়ে উইকেটে আছেন ফখর। অপর অপরাজিত ব্যাটার রিজওয়ানের সংগ্রহ ১ রান। 

এর আগে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান সংগ্রহ করেছে ভারত। কোহলির ব্যাট থেকে এসেছে অপরাজিত ১২২ রান। রাহুলও অপরাজিত থেকেছেন ১১১ রান করে।

গতকাল দুই ওপেনার শুভমান গিল ও রোহিত শর্মার ব্যাটে উড়ন্ত সূচনাই পেয়েছিল ভারত। কিন্তু ফিফটি করে বিদায় নেন দুই ওপেনারই। এরপর আক্রমণাত্মক শুরু করেন বিরাট কোহলি ও চোট থেকে ফেরা লোকেশ রাহুল। গতকাল ২৪.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ভারত ১৪৭ রান সংগ্রহ করার পর বৃষ্টিতে ম্যাচ রিজার্ভ ডেতে গড়ায়।

আজ রিজার্ভ ডে'তে নেমে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করতে থাকেন আগের দিন ২৪ রানের জুটি গড়া রাহুল ও কোহলি। এদিন দ্রুততম ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। এই রেকর্ড গড়ার পর পরই ওয়ানডেতে নিজেদের ৪৭তম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।

এদিন ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছেন লোকেশ রাহুল। শেষ পর্যন্ত অপরাজিত থেকে অবিচ্ছিন্ন ২৩৩ রানের জুটি গড়েই দলকে বড় পুঁজি এনে দেন এ দুই ব্যাটার।
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে