স্পোর্টস ডেস্ক : প্রথম বারের মত বাংলাদেশ টিমে ডাক পান কামরুল ইসলাম রাব্বি। মঙ্গলবার ভারতের বিপক্ষে ব্যাট হাতে নামেন তিনি। দলে সুযোগ পেয়ে কেমন খেললেন রাব্বি? ব্যাট হাতে নামার মিলে গেল রাব্বির পরিচয়।
বাংলাদেশ টিমকে যখন ফাইটিং ক্রিকেট উপহার দিতে হবে তখন ব্যাট হাতে উইকেটে নামেন কামরুল ইসলাম রাব্বি। প্রত্যাশার চাঁদর ছিলো রাব্বিকে নিয়ে। আর রাব্বি নিজের প্রাথমিক পরিচয় দিয়েছেন। বোলিংটা দেখানো হয়নি তার। ব্যাট হাতে তিনি যা করেছেন তা মূলত প্রত্যাশা মত নয়।
আট নম্বরে ব্যাট করে ২৭ টি বল খেলে ৮ রান করেছেন তিনি। একটি চার মেরেছেন। প্রাসাদের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে বিদায় নেন তিনি।
রাব্বির আগে রনি বেশ কয়েকটি ম্যাচ খেলেন। ব্যর্থতার করুণ চিত্র মেলে ধরেছেন তারা। ভারতের বিপক্ষে ৩ দিনের ম্যাচে এরই মধ্যে ১০৯ রান সংগ্রহ করতেই ৮টি উইকেট হারিয়েছে বাংলাদেশ এ দল।
রঞ্জি ট্রফি জেতা দল কর্নাটকের বিরুদ্ধে খেলছে বাংলাদেশ। জাতীয় দলের শীর্ষ ক্রিকেটাররা রয়েছেন সেখানে। সেখানেও ব্যর্থ বাংলাদেশ। লিটন দাশ ৫০ রান করেছেন। এছাড়া সবাই যেন তামাশার খেলা খেলছে।
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর