মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১০:৫৫:৫৭

বাংলাদেশকে বিশ্বকাপে ফেরানো হতে পারে, পাকিস্তান যদি....!

বাংলাদেশকে বিশ্বকাপে ফেরানো হতে পারে, পাকিস্তান যদি....!

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তাশঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। এদিকে পিসিবি প্রধান মহসিন নাকভি সোমবার (২৬ জানুয়ারি) জানান, পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিনা তা আগামী শুক্রবার বা সোমবার জানানো হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে বাংলাদেশকে ফেরানো হতে পারে।

ভারতে নিরাপত্তার কারণে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে। তাদের জায়গায় বিশ্বকাপে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। তবে এখনও বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে আছে কিছুটা সম্ভাবনা।

হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশকে দেয়া হবে প্রথম সুযোগ। এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তারা লিখেছে, ‘পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেটা হলে লজিস্টিকাল চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।’

এখন পাকিস্তান বিশ্বকাপ খেলা নিয়ে কি সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করছে বাংলাদেশের খেলা নিয়ে। আর এমন প্রতিবেদনের পর বিশ্বকাপে খেলা নিয়ে আরও গভীর চিন্তা করেই নিজেদের সিদ্ধান্ত নেবে।

এদিকে যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, তাহলে কঠিন শাস্তির মুখে পড়বে তারা। যা জানিয়েছে আইসিসি। এমনও হতে পারে, এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে তারা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে