শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৩৯:৩৩

বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই আজ যে কীর্তি গড়বেন রোহিত

বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই আজ যে কীর্তি গড়বেন রোহিত

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের দুই ফাইনালিস্ট চূড়ান্ত হয়ে গেছে আগেই। আগামী রোববার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা। তার আগে আজ সুপার ফোর পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। কলম্বোর আর প্রেমাদাসায় বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় দল দুটি মুখোমুখি হবে। 

এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে অধিনায়ক হিসেবে এখনও একটি ম্যাচও হারেননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৮টিতেই জয় পেয়েছেন তিনি। এবার গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। আজ বাংলাদেশের বিপক্ষে জয় পেলে অধিনায়ক হিসেবে এশিয়া কাপে একদিনের ম্যাচে নবম জয় পাবেন রোহিত। 

সেই সঙ্গে স্পর্শ করে ফেলবেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং লঙ্কান কিংবদন্তি অর্জুনা রানাতুঙ্গার মাইলফলক। 

তারা দু’জনই এশিয়া কাপে একদিনের ম্যাচে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৯টি করে ম্যাচ জিতেছেন। বাংলাদেশের পর রোববার ফাইনালে শ্রীলঙ্কাকে হারাতে পারলে নতুন নজির গড়বেন রোহিত। অধিনায়ক হিসেবে এশিয়া কাপের ১০টি ওয়ানডে ম্যাচ জেতা হয়ে যাবে তার।

১৪টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ধোনি জয় পেয়েছিলেন ন’টি ম্যাচে। অন্যদিকে, রানাতুঙ্গা ১৩টি ম্যাচে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছিলেন সমসংখ্যক ম্যাচে। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে জয় এলে রোহিত ১০টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ন’টি ম্যাচে জয় পাবেন। জয়ের হারের নিরিখে তিনি এগিয়ে থাকবেন দুই সাবেকের থেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে