স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর পথ ধরে সৌদি আরবের ফুটবলে উঠেছে নবজোয়ার। একের পর এক তারকা ফুটবলারকে নিয়ে তারা ইউরোপীয় ক্লাব ফুটবলকে চোখ রাঙাচ্ছে। এটি কেবল আর্থিক কিংবা ফুটবলীয় পরিকল্পনা-ই বাস্তবায়ন করছে না, তাদের সংস্কৃতির প্রসারেও কাজে দিচ্ছে। এবার তেমনই এক প্রচারণায় অংশ নিয়েছেন আল-নাসরের এই পর্তুগিজ সুপারস্টার। যেখানে রোনালদোর গায়ে জুব্বা, মাথায় পাগড়ি আর ধারালো তলোয়ার হাতে দেখা গেছে।
পরবর্তীতে সেই ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে রিয়াদের ক্লাব আল-নাসর। যেখানে রোনালদো ছাড়াও সাদিও মানে এবং অ্যালেক্স তেলেসের মতো তারকারা অংশ নিয়েছেন। মূলত সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষেই এই আয়োজন, প্রতি বছরের ২৩ সেপ্টেম্বর তারা দিবসটি পালন করে।
সামাজিক মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এর ভিডিওতে দেখা যায়, তিন বালক হাঁটার একপর্যায়ে আল নাসরের ফুটবল ক্লাবে ঢুকে যায়। সেখানে তারা একটি ট্রফি ও গ্যালারিতে থাকা ছবি দেখতে থাকেন। এরপর পাশের এক কক্ষে গিয়ে দেখেন সৌদি যুবরাজের রাজকীয় পোশাকে সেজেছেন আল নাসরের ফুটবলাররা। তাদের মধ্যে ছিলেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের হাতে ছিল তরবারি। সৌদি ক্লাবটি ক্যাপশন দিয়েছে, ‘আমরা সবাই এক পতাকার জন্য।’ এরপর তারা সৌদি আরবের পতাকা জুড়ে দিয়েছে। এরপরের বাক্যে ক্লাবটি লিখেছে, ‘আমরা স্বপ্ন দেখি ও তা অর্জন করি।’
আল-নাসরের প্রায় সব ফুটবলারই ওই ভিডিওতে অংশ নিয়েছেন। ক্লাবটির বড় সব তারকাকে সৌদির ঐতিহ্যবাহী পোশাক পরে গান ও সুর মেলাতে দেখা যায়। ভিডিওটি এমন সময়ে সামনে এসেছে যখন আল-নাসর সৌদি প্রো লিগের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। আজ (শুক্রবার) রাত ১২টায় রোনালদোর দল আল-আহলির মোকাবিলা করবে।