স্পোর্টস ডেস্ক : ভিসা জটিলতা কেটেছে পাকিস্তান ক্রিকেট দলের। বাবর আজমদের ভারত সফরে যেতে আর কোনো সমস্যা নেই।
সোমবার প্রথমে জানা যায়, ভারতের ভিসা পায়নি পাকিস্তান। পরে জানা যায় শেষ মুহূর্তে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ভিসা পেয়েছে বাবর আজমরা। এমনটি জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)।
আইসিসির এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, পাকিস্তান ক্রিকেট দল ভিসা পেয়েছে। যদিও পাকিস্তানের পক্ষ থেকে এখনও ভিসা পাওয়ার বিষয়টি জানায়নি।
ভিসা সমস্যার কারণে দুবাই গিয়ে বিশেষ প্রস্তুতি ক্যাম্প করতে পারেননি পাকিস্তান ক্রিকেট দল। দুবাইয়ে দুদিন থাকার কথা ছিল বাবর আজমদের।
বুধবার লাহোর থেকে দুবাই হয়ে হায়দরাবাদে পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাবর আজমদের।