স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বৃহত্তর আসর শুরু হতে যাচ্ছে। আসছে ৮ মার্চ শুরু হবে ক্রিকেটের মহাযুদ্ধ।এই যুদ্ধের জন্য সেনাদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের বিশ্বকাপ দলে রয়েছে লক্ষ্যণীয় নানা দিক। দলের অনেকেই রয়েছেন সদ্য নতুন। বিশ্বকাপের কোনো আসরে পা রাখা হয়নি এমন ক্রিকেটারের সংখ্যা ৪ জন।
তারা হলেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান সোহান।
বিশ্বকাপে খেলেছেন এমন ক্রিকেটারের তালিকায় রয়েছেন- মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আল-আমিন হোসেন, আরাফাত সানি, নাসির হোসেন, তাসকিন আহমেদ।
৪ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর