শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫৯:৪৪

জয়ের পর রাজ্জাকের খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট! মাশরাফির মন্তব্য- ‘কেন লিখলি এ কথা?’

জয়ের পর রাজ্জাকের খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট! মাশরাফির মন্তব্য- ‘কেন লিখলি এ কথা?’

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে গত কয়েকদিন ধরে কী চলছে সেটি নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের বক্তব্যের পর ভিডিও বার্তা এসেছে মাশরাফি বিন মুর্তজারও। কিন্তু এখন পর্যন্ত তামিমের অভিযোগ নিয়ে মুখ খুলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

তবে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়ের পর ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন সাবেক টাইগার স্পিনার ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি কাকে খোঁচা দিয়েছেন, সেই প্রশ্ন উঠেছে, যেখানে মাশরাফিরও মন্তব্য রয়েছে।

ভারতের গুয়াহাটিতে পায়ে চোট পাওয়ায় আজ (শুক্রবার) প্রস্তুতি ম্যাচে খেলেননি অধিনায়ক সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ৭ উইকেটের বড় জয় পেয়েছে। এরপরই নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছেন আব্দুর রাজ্জাক। 

ওই পোস্টে বিসিবির এই নির্বাচক লিখেন, ‘ভাগ্গিস টেন্ডুলকার, লারা, পন্টিং, কোহলি, ধোনিদের মানের প্লেয়ার আমাদের দেশে জন্ম হয় নাই। তাহলে কি হতো তা চিন্তাতেও আনতে পারছি না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।’

ওই পোস্টের নিচে অল্প সময়েই বেশকিছু মন্তব্য এসেছে। সেখানে এক মন্তব্যে মাশরাফি তার সাবেক সতীর্থের কাছে জানতে চান, ‘কেন লিখলি এ কথা?’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে