শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৩৯:০৫

মাসকটের নাম ঘোষণা করল আইসিসি

মাসকটের নাম ঘোষণা করল আইসিসি

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে বাকি কেবল আর চার দিন। একদম শেষ সময়ে এসে এবারের আসরের মাসকটের নাম ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্রিকেটপ্রেমীদের ভোটাভুটিতে বেশ কয়েকটি নাম থেকে সর্বাধিক ভট পাওয়া দুটি নাম নির্বাচন করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। নির্বাচিত নাম দুটি হলো ব্লেজ ও টঙ্ক। শনিবার (৩০ সেপ্টেম্বর) নামদুটো নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আইসিসি।

মাসকট দুটিকে বিশ্বকাপের সব ভেন্যুতেই দেখা যাবে। এ ছাড়া ফ্যানস পার্কগুলোয়ও থাকবে তাদের বিচরণ।

আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, ব্লেজ হলো নারী মাসকট। তিনি দ্রুতগতিতে বোলিং করে ব্যাটসম্যানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেন। তাকে ফাস্ট বোলিং সেনসেশন হিসেবে পরিচিতি দেওয়া হয়েছে তার নির্ভুলতা, সীমাহীন নমনীয়তা ও দৃঢ় সংকল্পের কারণে।

ব্লেজ লাল রঙের পোশাকের সঙ্গে কোমরে একটি বেল্ট বেঁধেছে, যেটার সঙ্গে ছয়টি ক্রিকেট বলের মতো ক্ষমতাসম্পন্ন গোলাকার বস্তু রয়েছে।

অপরদিকে টঙ্ক হলো পুরুষ মাসকট। নীল পোশাক পরা হিমশীতল স্বভাবের এই মাসকটটি একজন চ্যাম্পিয়ন ব্যাটসম্যানের প্রতিরূপ। তার তড়িৎচুম্বকীয় ব্যাটের মাধ্যমে সব ধরনের শট খেলতে সক্ষম। তার চমকে দেওয়ার মতো শট ও চৌকস ব্যাটিং দর্শকদের আনন্দ এনে দেয় এবং ক্রিকেটের সর্বৃবহৎ মঞ্চকে আলোকিত করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে