সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১০:৫৭:৪৮

বাবর আজমকে সতর্ক করলেন শহিদ আফ্রিদি

 বাবর আজমকে সতর্ক করলেন শহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : বাবর আজম ভারতের মাটিতে বিশ্বকাপ উঁচিয়ে ধরুক, এমনটাই চাওয়া শহিদ আফ্রিদির। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে বিশ্বকাপ শুরু করার আগে এভাবেই পাকিস্তান দলকে সাহস যুগিয়েছেন কিংবদন্তি এই পাকিস্তানি অলরাউন্ডার। 

তার মতে, ভারতের মাটিতে দর্শকদের জন্য বাড়তি চাপে পড়বে পাকিস্তান দল। এই চাপ জয় করে সামনে এগিয়ে যাওয়া কিছুক্ষেত্রে পর্বতসম কঠিনও হতে পারে। আর তাই নিজ দেশের অধিনায়ককে আগে থেকে সতর্ক করছেন আফ্রিদি। 

সামা টিভিকে তিনি বলেন, বাবরকে মাঠের ভেতরে ইতিবাচক থাকতে হবে, শারীরিক ভাষায় আক্রমণাত্মক থাকতে হবে। বিশ্বকাপ অনেক বড় টুর্নামেন্ট। প্রায় পুরো দলই ভারতে এই প্রথম খেলতে গেছে। প্রস্তুতি ম্যাচে চাপ থাকে না, কারণ দর্শক নেই। কিন্তু মূল ম্যাচে দর্শক থাকবে। চাপও থাকবে। আমরা সাবেক ক্রিকেটাররা, পাকিস্তানের মানুষের দলের সঙ্গে আছি। সবার এত এত সমর্থন থাকলে অধিনায়কের দায়িত্ব বেড়ে যায়। তাকে সাহসী হতে হয়।

কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের সঙ্গে নাকি সম্পর্ক ভালো নেই বাবরের। এমনকি দলটির ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদির সঙ্গেও নাকি সম্পর্ক খারাপ বাবরের। যদিও এসব গুঞ্জন কয়েকদিন আগেই উড়িয়ে দেয় পাকিস্তানের ম্যানেজমেন্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে