মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩, ১০:২৭:৫১

ওয়াসিম আকরামের দৃষ্টিতে ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ

 ওয়াসিম আকরামের দৃষ্টিতে ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক : এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এই দুই দেশের ক্রিকেট মাঠের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ম্যাচের পরতে পরতে থাকে রোমাঞ্চ। 

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরুর আগে প্রতিবেশী দুই দলের সর্বকালের সেরা একাদশ বাছাই করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। 

ওপেনিং পজিশনে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান সাইদ আনোয়ার ও ভারতের বীরেন্দ্র শেহবাগকে রেখেছেন ওয়াসিম। 

তিন নম্বর পজিশনে শচীন টেন্ডুলকার, চার নম্বরে জাভেদ মিয়াঁদাদ, পাঁচ নম্বরে বিরাট কোহলি, ছয় নম্বর পজিশনে পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খানকে রেখেছেন ওয়াসিম। 

শুধু তাই নয়, দুই দেশের সর্বকালের সেরা একাদশের অধিনায়ক হিসেবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রেখেছেন ওয়াসিম। বোলিং আক্রমণে ওয়াসিম আকরাম রেখেছেন স্পিন জাদুকর সাকলাইন মুশতাক, পেস বোলিংয়ে জসপ্রিত বুমরাহ আর ওয়াকার ইউনিসকে। 

ওয়ানডেতে ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা একাদশে আছেন-
সাইদ আনোয়ার, বীরেন্দ্র শেবাগ, শচীন টেন্ডুলকার, জাভেদ মিয়াঁদাদ, বিরাট কোহলি, ইমরান খান (অধিনায়ক), কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, (উইকেটকিপার), সাকলাইন মোশতাক, জসপ্রিত বুমরাহ এবং ওয়াকার ইউনিস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে