স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারানোর হুংকার দিয়েছিল নামিবিয়া। কিন্তু হুংকার দিলেও পরে তারাই বাংলাদেশের কাছে বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল।
বাংলাদেশকে হারাতে নামিবিয়ার মতো এবার নেপালও হুংকার দিচ্ছে। নেপালের কোচ জগত বাহাদুর টামাটা বলেছেন, তারা বাংলাদেশকে যে কোন উপায়ে হারাতে চায়। কারণ নেপাল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলতে চায়। অথচ এই দলটির টুর্নামেন্টে আসার আগে নির্দিষ্ট কোনো লক্ষ্যই ছিল না। তারাই কিনা এবার বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে হারানোর হুংকার দিচ্ছে। ভাবা যায়! শুক্রবারের কোয়ার্টার ফাইনালের আগে এমনই জানালেন নেপাল কোচ।
নেপালের স্বপ্নের সীমানা বেড়েছে মূলত দুটি জয়ে। গ্রুপ পর্বে তারা শক্তিশালী নিউজিল্যান্ড ও আয়াল্যান্ডকে হারিয়েছে। এই দুই দলের বিপক্ষে জয় লাভের পর তাদের আত্মবিশ্বাস এখন আকাশছোঁয়া পর্যায়ে।
প্রতিপক্ষ বাংলাদেশ বলে ইতিহাসকেও সঙ্গে নিচ্ছে নেপাল। বাংলাদেশের সাথে একমাত্র সাক্ষাতে নেপালই যে শেষ হাসি হেসেছিল। ২০০২ যুব বিশ্বকাপে বাংলাদেশকে ২৩ রানে হারিয়েছিল তারা।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম