বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:২০:৪১

বাংলাদেশের যে টিভি চ্যানেলটি পিএসএলে সাকিবদের ম্যাচ সরাসরি দেখাবে

বাংলাদেশের যে টিভি চ্যানেলটি পিএসএলে সাকিবদের ম্যাচ সরাসরি দেখাবে

স্পোর্টস ডেস্ক: বিপিএল মাতানোর পর টাইগার ক্রিকেটাররা এবার দুবাইয়ে গিছেন পাকিস্তান সুপার লিগে অংশ নিতে। এরই মধ্যে বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম দু্বাইয়ে অবস্থান করছেন। আর এই টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের খেলা দেখার সুযোগ করে দিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল ‘জিটিভি’।চ্যানেলটি টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।

বৃহস্পতিবার রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্লাডিয়েটর্স। তবে তামিম-সাকিব-মুশফিকদের মিশন শুরু হবে শুক্রবার থেকে।

পিএসএলে খেলার কথা ছিল বাংলাদেশের পেস বিস্ময় মুস্তাফিজুর রহমানেরও। তবে ইনজুরির কারণে তিনি খেলতে পারছেন না। তাকে দলে টেনেছিল লাহোর কালান্দার্স। এই দলের হয়ে মাঠ মাতাবেন ক্রিস গেইল।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে