স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের রুবেল হোসেন আর ভারতের বিরাট কোহলির মধ্যে মাঠের সম্পর্ক দেখলে মনে হয় তাদের মধ্যে শত্রুতা চরমে। মাঠের বাইরের দৃশ্য কিন্তু মোটেই সে রকম না। বরং তা কঠিন বন্ধুত্বের। সে সম্পর্কও আবার দুই এক দিনের না দীর্ঘ ৮ বছরের। রুবেল নিজেই জানিয়েছেন কোহলির সাথে তার সম্পর্কের এই ঘনিষ্ঠতার বয়স।
তিনি বলেন, ‘২০০৮ সাল থেকে আমাদের পরিচয়। যুব বিশ্বকাপে খেলতে গিয়ে অনেকবারই আমরা মুখোমুখি হয়েছি প্রতিদ্বন্দ্বী হিসেবে। আর সেই সূত্রেই কোহলির সাথে আমার বন্ধুত্ব। মাঠে আমাদের যেমনটা দেখায়, আসলে আমরা তা নই। আমরা অনেক ভালো বন্ধু, আমাদের বোঝাপড়াটাও অনেক ভালো। সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের কথাই ধরেন, মাঠে এত কিছু হয়ে গেলেও ম্যাচ শেষে আমাদের ড্রেসিংরুমে এসেছিল ও। সেদিন অনেকক্ষণ আড্ডা মেরেছিলাম আমরা।’
মাঠের দেখায় দুজনকেই খুব বেশি আগ্রাসী মনে হয় এমন কথার ব্যাখ্যায় রুবেল বলেন, ‘কে কী ভাবে বা বলে জানি না। কিন্তু বাস্তবতা হলো, কোহলি খুবই আক্রমণাত্মক মানসিকতার খেলোয়াড়। তাই ওর সাথে সমানে সমানে লড়াই করতে হলে নিজেকেও ও রকম মানসিকতা নিয়ে এগোতে হয়।-দ্য রিপোর্ট
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস