স্পোর্টস ডেস্ক: আজ রাত ১০টার দিকে শুরু হয়ে গেল পাকিস্তানের সুপার লিগে জমজমাট আসর। ক্যারিবীয় তারকা ক্রিস গেইলকে কয়েকদিন আগে নিজের শিকারে পরিণত করে বাংলাদেশের মুস্তাফিজ।
এবার মুস্তাফিজ নয় গেইলের গায়ের কাঁটা হলেন সাকিব আল হাসান।গেইল ও সাকিব আল হাসানের মহারণ হবে শুক্রবার। গেইল খেলবেন লাহোর কান্দাহারের পক্ষে। অন্যদিকে সাকিব খেলবেন করাচি কিংসের হয়ে। ধুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই লড়াই। করাচির হয়ে খেলবেন মুশফিকও।
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস