শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৩৩:২৮

‘সর্বকালের সেরা ওপেনিং জুটি সৌরভ–শচীন’

‘সর্বকালের সেরা ওপেনিং জুটি সৌরভ–শচীন’

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে ভারতীয় ইনিংস সূচনা করার দায়িত্ব রয়েছে শেখর ধাওয়ান ও রোহিত শর্মার ওপর। নিজেদের দায়িত্ব বেশ ভালভাবেই পালন করে চলেছেনে এই দুই ওপেনার। তাদের বাহাতি ও ডানহাতি কম্বিনেশনের সঙ্গে তুলনা চলে আসছে সৌরভ–শচীন জুটির।

সৌরভ–শচীন জুটির কাছাকাছি পৌঁছতে গেলে আরও অনেকটা পথ যেতে হবে বলে মনে করছেন রোহিত শর্মা। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত শর্মা বলেছেন, ‘ভারতের সর্বকালের সেরা ওপেনিং জুটির সঙ্গে তুলনা অন্যরকম সন্তুষ্টি এনে দেয়। সৌরভ ও শচীন যেরকম সাফল্য পেয়েছে সেই জায়গায় যদি পৌঁছতে পারি, তাহলে আমার ও শিখরের কাছে দারুণ ব্যাপার হবে। আমরা এখনও ওদের কাছাকাছি পৌঁছতে পারিনি কিন্তু দর্শকদের আনন্দ দিতে পারছি, দেশকে প্রচুর ম্যাচে জিতিয়েছিও।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দুই ওপেনারই দারুণ পারফরমেন্স করেছেন। একদিনের সিরিজে ভারত পর্যুদস্ত হলেও ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন রোহিত শর্মা। এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন দেশের এই ওপেনিং ব্যাটসম্যান। তবু এই পারফরমেন্সকে সেরা হিসেবে মেনে নিতে রাজি নন রোহিত।

তিনি বলেছেন, ‘এটা আমার সেরা পারফরমেন্স নয়। যেরকম পারফরমেন্সই করি না কেন, আমি নিজেকে সব সময় বলি, সেরাটা এখনও আসেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ৪৪১ রান করেছি। পরের কোনও বড় সিরিজে ওই রানকে টপকে যাওয়ার লক্ষ্য রয়েছে। অতীতের পারফরমেন্স নিয়ে যদি সন্তুষ্ট থাকি, তাহলে আরও বড় লক্ষ্যে পৌঁছতে পারব না।’ টোয়েন্টি ২০ সিরিজে অস্ট্রেলিয়ার দুর্বল বোলিং শক্তির বিরুদ্ধে জয় কি ততটা কৃতিত্বের? এই প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘অস্ট্রেলিয়া দলের যে মান, তার সঙ্গে এই বোলিং শক্তির তুলনা চলে না। সে কথাটা মেনে নিচ্ছি। তাই বলে শেন ওয়ার্ন কিংবা গ্লেন ম্যাকগ্রাথরা সারাজীবন খেলে যাবে, সেটা তো সম্ভব নয়। যাদের বিরুদ্ধে খেলতে হবে, তাদের বিরুদ্ধেই রান করতে হবে।’

২০০৭–০৮–এর সি বি সিরিজের সঙ্গে অবশ্য এই সিরিজ জয়কে তুলনা করতে চাইলেন না রোহিত। তার কথায়, ‘ওই সিরিজটা সম্পূর্ণ আলাদা। আমার তখন ২০ বছর বয়স। ওটা সম্ভবত আমার ক্রিকেটজীবনের দ্বিতীয় কিংবা তৃতীয় বিদেশ সফর। অধিনায়ক হিসেবে ধোনি তখন নিজেকে সবে মাত্র প্রতিষ্ঠা করেছে। সেই সময়কার অস্ট্রেলিয়ার বোলিং শক্তির কথা বিচার করুন। ব্রেট লি, নাথান ব্র্যাকেন মিচেল জনসন। ব্যাটিংয়ে ম্যাথু হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক। সুতরাং ওই জয়ের সঙ্গে এই সিরিজ জয়ের কোনও তুলনা হয় না। কিন্তু এই সিরিজ জয়ও অন্য উচ্চতায় থাকবে।’

৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে