সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ১১:১৬:১৭

যে তিন জন বিশ্বকাপ সেরা খেলোয়াড়ের দৌড়ের তালিকায়

যে তিন জন বিশ্বকাপ সেরা খেলোয়াড়ের দৌড়ের তালিকায়

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপের চলমান ১৩তম আসরের গ্রুপপর্বের খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠেছে।

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে দুপুর আড়াইটায় প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ঠিক পর দিন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার আগে হলফ করে বলা মুশকিল কারা চ্যাম্পিয়ন হচ্ছে। তবে বিশ্বকাপের এবারের আসরের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি ইতোমধ্যে ৯ ম্যাচে দুই সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে সর্বোচ্চ ৫৯৪ রান করে শীর্ষে আছেন।

সমান ম্যাচে ৩ রান কম নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন দক্ষিণ আফ্রিকার তারকা ওপেনার কুইন্টন ডি কক। বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ২২ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে