শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ০৯:০৬:১৪

নিজের পৈতৃক গ্রামে গেলেন ধোনি, সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষী

নিজের পৈতৃক গ্রামে গেলেন ধোনি, সঙ্গে ছিলেন স্ত্রী সাক্ষী

স্পোর্টস ডেস্ক : ২০ বছর পর নিজের গ্রামে গেলেন এমএস ধোনি। ভারত যখন বুধবার মুম্বাইয়ে বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে, তখন সেখান থেকে প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার দূরে উত্তরাখণ্ডের আলমোড়ায় নিজের পৈতৃক গ্রাম লাওলিতে যান সাবেক ভারত অধিনায়ক। সঙ্গে ছিলেন তার স্ত্রী সাক্ষী।

ধোনির জন্মের আগেই গ্রাম থেকে চলে এসেছিলেন তার বাবা-মা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশের পর এই প্রথম নিজের পৈতৃক গ্রামে গেলেন ধোনি।

ধোনি ও সাক্ষীর আচরণে মুগ্ধ নেটিজেনরা। গ্রামের বাড়িতে বসে সাক্ষী এবং অন্যদের সঙ্গে ছবিও তুলেছেন তারকা ক্রিকেটার। গ্রামের বাড়িতে গিয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন ধোনি। সেই খবর চাউর হতেই মানুষের ভিড় জমে যায় তাকে দেখার জন্য। ২০০৩ সালে শেষবার লাওলি গ্রামে গিয়েছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে