রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ০৯:০৭:২৬

স্টেডিয়ামে স্তব্ধ ভারতীয় দর্শকেরা! জয়ের পথে অস্ট্রেলিয়া?

স্টেডিয়ামে স্তব্ধ ভারতীয় দর্শকেরা! জয়ের পথে অস্ট্রেলিয়া?

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে বিশ্বকাপ, তার ওপর ফাইনালে লড়ছে স্বাগতিক দল। দীর্ঘদিন পর আরেকটি শিরোপা জয় দেখার প্রার্থনায় গোটা ভারত। যার একটি অংশ আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির হয়েছেন। বিশ্বের অন্যতম বৃহৎ এই ভেন্যুর ধারণক্ষমতার হিসাবে দেখা হলে— সংখ্যাটা হতে পারে এক লাখ ৩০ হাজার।

তবে নিশ্চিতভাবেই সংখ্যাটা আরও বেশি হবে। নীল সমুদ্রে যেন ভাসছিল আহমেদাবাদ। তবে স্টেডিয়ামে স্তব্ধ ভারতীয় দর্শকেরা! জয়ের পথে অস্ট্রেলিয়া? এই সমুদ্রসম দর্শকদের নিস্তব্ধ করার কথা আগেই জানিয়ে রেখেছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। দারুণ পারফরম্যান্সে মাঠে আজ ঠিকই দর্শকদের চুপ করিয়ে দিলেন।

দারুণ বোলিংয়ে কোহলি-রোহিতদের শক্তিশালী ব্যাটিং অর্ডারকে আড়াইশ’র আগে আটকানোর পর ব্যাট হাতে শুরুর দিকে কিছুটা বিপর্যয়ে পড়লেও ঠিকই সামলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রেকর্ড ষষ্ঠ শিরোপা জিততে অজিদের প্রয়োজন আর মাত্র ৭৬ রান। হাতে আছে এখনো সাত উইকেট। ওভার আছে ২১টি। কোনো অঘটন না ঘটলে জয়ের দিকেই এগোচ্ছে তারা। 

এর আগে গতকাল সংবাদসম্মেলনে অজি কাপ্তান প্যাট কামিন্স বলেছিলেন, ‘আমাদের এটিকে (বিশাল দর্শক) সাদরে গ্রহণ করতে হবে। এখানকার দর্শক অবশ্যই ভারতের পক্ষে থাকবে। 

তবে এমন বিশাল দর্শককে চুপ করিয়ে দিতে পারার চেয়ে স্বস্তির কিছু হতে পারে না। কাল এটাই আমাদের লক্ষ্য থাকবে। আমাদের এটিকে মেনে নিতে হবে। 

ফাইনালের যেকোনো পরিস্থিতিই মেনে নিতে আমরা প্রস্তুত। রাতে অনেক চিৎকার-চেঁচামেচি হবে। এখানে উল্লাসে ভেসে যাওয়া যাবে না। আপনাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলেই ভালো করতে পারবেন। চেষ্টা করতে হবে কোনো দুঃখ ছাড়াই যেন শেষ করতে পারেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে