স্পোর্টস ডেস্ক: পরদিন বিশ্বকাপ ফাইনাল। রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের হাতছানি। খেলোয়াড় হিসেবে আগেও বিশ্বকাপ জিতেছিলেন প্যাট কামিন্স। সেটা ২০১৫ সালে ঘরের মাঠে।
তবে অধিনায়ক হয়ে মাঠে নামা নিশ্চয়ই কিছুটা চাপের। কিন্তু ম্যাচের আগের রাতে তেমন কোন চাপই অনুভব করেননি কামিন্স। নির্ভার থেকেই পার করেছেন পুরো রাত। খেলেছেন ভিডিও গেম। আর তাতেই বিশ্বকাপ উঁচিয়ে ধরলেন এই পেসার।
এবারের বিশ্বকাপে বল হাতে খুব বেশি ভূমিকা রাখা হয়নি কামিন্সের। কিন্তু ফাইনালেই যেন নিজের কাজটা সবচেয়ে সুন্দরভাবে করেছেন এই পেসার।
দুই বিপজ্জনক ব্যাটার বিরাট কোহলি আর শ্রেয়াশ আইয়ারকে ফিরিয়েছেন তিনি। ১০ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে চাপটাও বাড়িয়েছেন বহুগুণে। অথচ কে জানতো, এমন পারফর্মের আগের রাতেই কিনা কল অব ডিউটি খেলছিলেন তিনি আর ফাইনালে বাজিমাত!
ফাইনালের আগের রাতে কী করেছিল অজিরা জানতে চাওয়া হয় সংবাদ সম্মেলনে। জবাবে কামিন্স বলেন, 'গতকাল রাতটা খুব আয়েশ করে কাটিয়েছি আমরা। টিম মিটিং ছিল এবং এরপর কয়েকজনকে সঙ্গে নিয়ে ডিনার করি।
এরপর আধা ঘণ্টা কল অফ ডিউটি (ভিডিও গেম) খেলেছিলাম। আমার গণ্ডি এতটুকুই। এরপর আমি চলে গিয়ে আসল খেলুড়েদের সুযোগ করে দিলাম যাতে করে তারা যেন জয় পায়। '
কথা হচ্ছে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে। তবে কামিন্সের বক্তব্য ওয়ানডে নিয়ে, ‘এটা বলা কঠিন। হয়তো আমরা চ্যাম্পিয়ন হয়েছি তাই, কিন্তু এই বিশ্বকাপে এসে আমি আবারও ওয়ানডে ক্রিকেটের প্রেমে পড়ে গেছি। যেখানে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক সিরিজ থেকে যা কিছুটা ভিন্ন।’
বিশ্বকাপের সমৃদ্ধ ইতিহাসের কথা বলেও ওয়ানডের পক্ষে সাফাই গেয়েছেন কামিন্স, ‘আমি জানি না এর ভবিষ্যৎ কী হবে। তবে বিশ্বকাপের সমৃদ্ধ ইতিহাস আছে। আমি নিশ্চিত, এটি আরও লম্বা সময় ধরে টিকে থাকবে। গত দুই মাসে বেশ কিছু অসাধারণ ম্যাচ ও গল্প লেখা হয়েছে। তাই আমি মনে করি ওয়ানডে ক্রিকেটের অবশ্যই স্থান আছে।’