মঙ্গলবার, ০৫ ডিসেম্বর, ২০২৩, ১১:১০:০০

অবশেষে বড় সুখবর দিলেন তামিম ইকবাল

অবশেষে বড় সুখবর দিলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : অবশেষে বড় সুখবর, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে থাকছেন তামিম ইকবাল। ক্রিকেটার হিসেবে এই সিরিজ না খেললেও ধারাভাষ্যকার হিসেবে দ্বিতীয় টেস্টে মাঠে থাকবেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এর আগেও ধারাভাষ্যকার হিসেবে দেখা গেছে তামিমকে। 

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দ্বিতীয় টেস্টে ধারাভাষ্য দেয়ার কথা জানান তামিম। তিনি লেখেন, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন ধারাভাষ্য প্যানেলে অল্প সময়ের জন্য থাকবো। দুপুর ১২টা ৪০ থেকে ১টা ১০ এবং ১টা ৪০ থেকে ২টা ১০ এ ধারাভাষ্য দেব। কমেন্ট্রি বক্সের অভিজ্ঞতা আবারও নেয়ার জন্য মুখিয়ে আছি।

এর আগেই ধারাভাষ্য দেওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন তামিম। এক অনুষ্ঠানে দেশসেরা এই ওপেনার বলেছিলেন, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে