বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৩:৪১

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ হওয়া নিয়ে দুঃসংবাদ!

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ হওয়া নিয়ে দুঃসংবাদ!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ হওয়া নিয়ে দুঃসংবাদ! বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। 

প্রথম টি-টোয়েন্টিতে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। গতকাল ম্যাচ পণ্ড হওয়ায় সিরিজ হারের আর সুযোগ নেই বাংলাদেশের। শেষ ম্যাচ হারলেও সমতা নিয়েই ফিরতে পারবেন নিগার সুলতানা জ্যোতিরা।

আর জিততে পারলে ইতিহাস গড়বে তারা। কিম্বারলি স্টেডিয়ামে গতকাল সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। 

কিন্তু মাত্র ১ ওভার ২ বলের পর নামে ঝুম বৃষ্টি। তখন ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ রান। আজ একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দুই দল। এরপর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে