বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩, ০১:২৩:৩৫

এই প্রথম এমন ঘটনা ঘটলো পেলে-নেইমারের ক্লাবের!

 এই প্রথম এমন ঘটনা ঘটলো পেলে-নেইমারের ক্লাবের!

স্পোর্টস ডেস্ক : তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেলের ক্লাব ধরা হয় সান্তোসকে। পেলের হাত ধরে বৈশ্বিক পরিচিতি পায় ক্লাবটি, আরেক ব্রাজিলিয়ান তারকা নেইমারও বেড়ে ওঠেন এই ক্লাবেই। 

সেই ক্লাবটিই কিনা ইতিহাসে প্রথমবার ব্রাজিলের শীর্ষ লিগ সিরি'আ থেকে অবনমন হয়েছে। নেমে গেছে দ্বিতীয় স্তরের লিগে। ৩৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে থেকে লিগ শেষ করেছে ক্লাবটি।

শেষ ম্যাচ জিততে পারলেই অবনমন থেকে রক্ষা পেত সান্তোস। কিন্তু এমন ম্যাচেই কিনা ফোর্তালেজার কাছে ২-১ গোলে হেরেছে সান্তোস। প্রথমবার দ্বিতীয় স্তরে নেমে যাওয়ায় সান্তোস সমর্থকরা মেনে নিতে পারেনি।

নিজেদের স্টেডিয়ামের বাইরে আগুন জ্বালিয়ে দেয় সমর্থকরা। সান্তোসের অবনমনে মন খারাপ নেইমারের। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে লিখেছেন,'সান্তোস সান্তোসই, আমরা আবার হাসব।' ব্রাজিলের শীর্ষ লিগ থেকে অবনমন না হওয়ার কীর্তি এখন শুধু  ফ্লামেঙ্গো এবং সাও পাওলোর দখলে।

 একই দিন ক্রুজেইরোর সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা নিশ্চিত করেছে পালমেইরাস। চ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন এন্দ্রিক। এই তরুণের কিছুদিন আগেই ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছে। আগামী মৌসুমে যোগ দেবেন রিয়াল মাদ্রিদে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে