বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৮:৪৯

যেকারণে ধারাভাষ্য না দিয়েই চলে গেলেন তামিম ইকবাল

যেকারণে ধারাভাষ্য না দিয়েই চলে গেলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট দিয়ে অন্যরকম এক অভিষেক হয়েছে তামিম ইকবাল। গতকাল বুধবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ধারাভাষ্য দেন তামিম। 

লাঞ্চ বিরতির পর দুই স্লটে মাইক্রোফোন হাতে কথা বলেন সাবেক এই অধিনায়ক। এরপর জানিয়েছিলেন আরো একদিন আসবেন কমেন্ট্রি করতে। সেই আসাটা এসেছিলেন আজ বৃহস্পতিবার। তবে মিরপুরের কমেন্ট্রি বক্সে এসে কথা না বলেই ফিরে যেতে হয়েছে তামিমকে।

সারাদিন বৃষ্টিতে খেলা মাঠে গড়ায়নি। বাংলাদেশের ক্রিকেটারদের মতো অপেক্ষায় ছিলেন তামিমও। তবে আকাশের কান্না আর থামেনি। 

যে কারণে দুপুর দুটা নাগাদ জানিয়ে দেওয়া হয় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত। এরপর কমেন্ট্রি বক্স থেকে বেরিয়ে লিফট ধরে নিজের সাদা গাড়িতে করে মাঠ ছাড়েন তামিম। তার আগে অবশ্য গতকালের মতো আজও এসেছিলেন প্রেসবক্সে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে