স্পোর্টস ডেস্ক: সাবেক ক্রিকেটারদের নিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে লেজেন্ডস লিগ। এই ফ্যাঞ্চাইজি লিগে গতকাল বুধবার বাগবিতণ্ডায় জড়িয়েছেন গৌতম গম্ভীর ও এস শ্রীশান্ত। জাতীয় দলে তারা দুজন সাবেক সতীর্থ ছিলেন। এবার দুই দলে হয়ে মাঠে নেমে এমন কাণ্ড ঘটালেন।
ইন্ডিয়া ক্যাপিটালসের হয়ে খেলছেন গম্ভীর। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। অন্যদিকে গুজরাট জায়ান্টসের হয়ে খেলছেন শ্রীশান্ত।
গতকাল এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১২ রানে জিতেছে ক্যাপিটালস। সে ম্যাচেই শীশান্তকে বারবার ফিক্সার বলেছেন গম্ভীর, এমনটাই দাবি করেছেন শ্রীশান্ত।
এক ভিডিওতে তিনি বলেন, ‘কোনো প্ররোচনা ছাড়াই তিনি আমাকে এমন কিছু বলেছেন যা খুবই নির্দয়, এবং জনাব গৌতম গম্ভীরের এটি বলা উচিত হয়নি।
আমি মোটেও কোনো দোষ করিনি, এ ব্যাপারটি এখনো পরিষ্কার করে বলতে চাই। ক্রিকেট মাঠে সরাসরি তিনি যা বলেছেন, তা গ্রহণযোগ্য নয়।’
শ্রীশান্ত দাবি করেন, ‘সে আমাকে গালি দিয়ে যাচ্ছিল সরাসরি সম্প্রচারিত ম্যাচে, উইকেটের মাঝে, আমি কোনো খারাপ শব্দ ব্যবহার করিনি, একটি গালিও দিইনি তাকে। আমি শুধু বলেছি, ''তুমি কী বলছ।''
‘এমনকি আমি ব্যাঙ্গ করে হাসছিলামও; কারণ, সে আমাকে বলেই যাচ্ছিল, “ফিক্সার, ফিক্সার, তুমি একটা ফিক্সার… এখান থেকে দূর হও (গালি) ফিক্সার।” সরাসরি সম্প্রচারিত ম্যাচে এ ভাষাই সে ব্যবহার করেছে।
আমি সরে গেছি, কিন্তু সে ওই একই শব্দ বলেই যাচ্ছিল। সে কেন এটি বলা শুরু করল, সে ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। ওভারের শেষের ঘটনা। কেন সে এটা করতে গেল, কোনো ধারণা নেই আমার।’
গম্ভীর আগেও অন্য ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণ করেছেন বলে দাবি করেছেন শ্রীশান্ত। তিনি বীরেন্দর শেবাগের সঙ্গে ঘটা একটি ঘটনা টেনে বলেছেন, ‘সে এমনকি বীরু ভাইসহ (বীরেন্দর শেবাগ) নিজের আরও অনেক সিনিয়র ক্রিকেটারদেরই সম্মান করে না।’