স্পোর্টস ডেস্ক: নাইম আহমেদের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া। চেষ্টা করেও পেশাদার লিগ পর্যন্ত পৌঁছাতে পারেননি। পাকিস্তানের কাশ্মীর অধ্যুষিত মিরপুরে জন্ম নেওয়া নাইম ২০০১ সালে পাড়ি জমান ইংল্যান্ডে।
সেখানে ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। তবে ক্রিকেটার না হতে পারার কষ্টটা তখনো তাড়া করতো তাকে। কিন্তু এবার বোধহয় তার সেই আক্ষেপ ঘুচেছে।
নাইম ক্রিকেটে ক্যারিয়্যার গড়তে না পারলেও তার দুই ছেলে এখন খেলছে ইংল্যান্ড দলে। গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয়েছে রেহান আহমেদের। আর এবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন ফারহান আহমেদ।
টেস্ট অভিষেকেই ইতিহাস গড়েছিলেন রেহান। ইংল্যান্ডের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে টেস্ট অভিষেক হয়েছিল এই লেগ স্পিনারের। সেটাও আবার তার বাবার জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে। মাত্র ১৮ বছর ১২৮ দিন বয়সে নাসির হুসেনের হাত থেকে টেস্ট ক্যাপ নেওয়াটা রেহানের জন্য যেমন গর্বের ছিল, তেমনি তার পরিবারের জন্যও।
বড় পথ ধরেই হাঁটছেন ফারহানও। আগামী বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই আসরে ইংলিশদের হয়ে মাঠে নামবেন ফারহান। রেহান লেগ স্পিনার হলেও ফারহান একজন অফ স্পিনার।
তিন ছেলে রহিম, রেহান এবং ফারহানকে নিয়ে গর্বিত নাইম। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'বাবা হিসাবে আমি গর্বিত। নিজেকে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে খুশি মানুষ। আমি অলরাউন্ডার হতে চেয়েছিলাম। পেস বল করতাম। ইংল্যান্ডে যাওয়ার আগে ক্লাব পর্যায় খেলেছি।'
'তবে কখনও ছেলেদের ক্রিকেটার হওয়ার জন্য চাপ দিইনি। রহিম এবং রেহান সমবয়সি। আমাদের বাড়িটা এখন খেলার মাঠ হয়ে গিয়েছে।'-আরো যোগ করেন তিনি।-ঢাকা পোস্ট