স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বে বেশ জনপ্রিয় দেশ স্পেন। ১৯২০ সালে প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলা দলটি ২০১০ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতে নেয়।
ফুটবলের জনপ্রিয় এই দেশটির তারকা হামজা সেলিম দার ক্রিকেটে মাত্র ৪৩ বলে ১৯৩* রানের বিধ্বংসী ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন।
গত মঙ্গলবার কাতালুনিয়া জাগুয়ার মুখোমুখি হয় সোহাল হসপিটালেট। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে কাতালুনিয়া জাগুয়া নির্ধারিত ১০ ওভারে ২৫৭ রানের পাহাড় গড়ে। টি-টেন ক্রিকেটে এটাই দলীয় সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। এর আগে টি-টেন ফরম্য়াটে দলীয় সর্বোচ্চ রান ছিল ১৬৩।
কাতালুনিয়ার হয়ে হামজা সেলিম দার মাত্র ৪৩ বল খেলে ২২টি ছক্কা আর ১৪টি চারের সাহায্যে ৪৪৯ স্ট্রাইক রেটে ১৯৩* রানের লড়াকু ইনিংস খেলেন। এছাড়া ইয়াসির ১৯ বলে অপরাজিত ৫৮ রান করেন।
২৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে সোহাল হসপিটালেট শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৪ রান করতে সক্ষম হয়।