স্পোর্টস ডেস্ক: ঢাকা-সিলেট-ঢাকা হয়ে বিপিএলের এবারের গন্তব্য চট্টগ্রাম। সেরা চারের সমীকরণ বিপিএলের এই পর্বেই অনেকটা চুড়ান্ত হয়ে যাবে।
তবে দুর্দান্ত ঢাকার অবশ্য এ ভাবনা নেই। গতকাল বিপিএলে হারের রেকর্ড গড়ে প্রথম দল হিসেবে বাদ পড়েছে তারা।
চট্টগ্রাম পর্ব তাদের জন্য এখন শুধুই আনুষ্ঠানিকতা। তবে ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ শেষটা একটু ভালোভাবে করতে চান। অবশ্য এ ছাড়া তাঁর আর কিই-বা চাওয়ার আছে, ‘টুর্নামেন্টের ৭০ ভাগ শেষ। সব মিলিয়ে আমরা দুইটা ম্যাচ ছাড়া বেশিরভাগ ভালো ক্রিকেট খেলতে পারিনি।
ব্যাটিংয়ে বেশিরভাগ ম্যাচে আমরা ব্যর্থ হয়েছি। আমার মনে হয়, আরো ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। তাছাড়া হারতে থাকলে মানসিকতা ভালো থাকে না। তখন কিছু না কিছু ভুল হয়েই যায়।
এখন দোষ বের করলে তো অনেক সমস্যাই বের হবে। তিনটা ম্যাচ আছে, ভালো ক্রিকেট খেলে যতটা শেষ করা যায়। ফ্রাঞ্চাইজিরা প্রত্যাশা করে আমরা যেন জিততে পারি।’
তবে মজার ব্যাপার হচ্ছে, দল হিসেবে তলানিতে থাকলেও এখন পর্যন্ত সেরা রানসংগ্রাহক ও সেরা বোলার দুজনই ঢাকার। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ৯ ম্যাচে ২৬৬ রান করে সবার ওপরে আছেন।
পেসার শরিফুল ইসলাম নিয়েছেন সবচেয়ে বেশি ১৭ উইকেট। তাসকিনের চাওয়া শেষটা যেন তাঁরা ভালোভাবে করতে পারেন, ‘দলে বেশ কিছু খেলোয়াড় ভালো খেলেছে।
নাঈম শেখ সর্বোচ্চ রান করেছে। শরিফুল সর্বোচ্চ উইকেট নিয়েছে। ওরা যদি ভালো শেষ করতে পারে, কিছু প্রাপ্তি তো থাকবেই। ভালো শেষ করলে একটু শান্তি পাওয়া যাবে। সবার তো ক্যারিয়ারের বিষয় আছে।’