বুধবার, ০৬ মার্চ, ২০২৪, ০৮:৪৬:৩৮

আম্পায়ারকে ঘিরে ধরে লঙ্কানরা! আসলে কী ঘটেছে জানেন

আম্পায়ারকে ঘিরে ধরে লঙ্কানরা! আসলে কী ঘটেছে জানেন

স্পোর্টস ডেস্ক: বিনুরা ফান্দান্দোর শর্ট লেংথের বলটা ঠিকঠাক খেলতে পারলেন না সৌম্য সরকার। উইকেটের পেছনে কুশাল মেন্ডিসের গ্লাভসে যেতেই জোরাল আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার গাজী সোহেল। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন সৌম্য। রিপ্লেতে আল্ট্রা-এজে স্পাইক দেখা গেছে। যা দেখে আউট ভেবে সাজঘরের পথ ধরেছিলেন সৌম্য। 

অবশ্য এরপরই থার্ড আম্পায়ার মাসুদুর রহমান জানালেন, স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে দূরত্ব রয়েছে। ফলে রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে গেলেন সৌম্য। তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন তিনি।

থার্ড আম্পায়ার মাসুদুর রহমান জানালেন, স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে দূরত্ব রয়েছে, যদিও টিভি আম্পায়ারের সিদ্ধান্ত বদলে সন্তুষ্ট হতে পারেনি শ্রীলঙ্কা। অনফিল্ড আম্পায়ারকে ঘিরে ধরে তারা। মাঠে যখন শিষ্যরা প্রতিবাদ জানাচ্ছেন, মাঠের বাইরে তাদের গুরু কোচ ক্রিস সিলভারউডও বসে থাকেননি। ড্রেসিংরুম থেকে ওঠে শরণাপন্ন হন চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদের।

যদিও তাতে কিছু হয়নি। এরপরই খেলা আবার শুরু হয়ে গেছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন বিতর্ক। যে কারণে দুই দলের সমর্থকদের মধ্যেও আলাদা উত্তেজনা রয়েছে দুই দলের লড়াই ঘিরে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে