বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০২৪, ০৪:১০:২৩

সৌম্য যা জানালেন সেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে

সৌম্য যা জানালেন সেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে

স্পোর্টস ডেস্ক: আম্পায়ার আউট দিলেও বল যে ব্যাটে লাগেনি সে ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন সৌম্য সরকার। তাই অপরপ্রান্তে থাকা লিটন দাসের সঙ্গে কথা না বলেই রিভিউ নিয়ে নেন সৌম্য। 

শেষ পর্যন্ত অবশ্য মাঠের আম্পায়ারের গাজী সোহেলের সিদ্ধান্ত পরিবর্তন করেন থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে মাঠেই অসুন্তুষ্টি প্রকাশ করে শ্রীলঙ্কা।

ম্যাচ শেষে টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সৌম্য অবশ্য বলছিলেন,‘আত্মবিশ্বাসী ছিলাম যে আমার ব্যাটে (বল) লাগেনি। বুঝতে পেরেছিলাম। যখনই আম্পায়ার আউট দিয়েছেন, সরাসরি রিভিউ নিয়েছি। কারণ, আত্মবিশ্বাসী ছিলাম যে আমার (ব্যাটে) লাগেনি।

হয়তোবা কোনো একটা আওয়াজ এসেছিল। আমার চেইন থেকে হতে পারে বা হেলমেট থেকে হতে পারে। ব্যাটের সঙ্গে ব্যবধান ছিল। যখন চলে আসছিলাম, স্নিকোতে দেখেছিলাম তো বুঝতে পারিনি।

তবে আত্মবিশ্বাসী ছিলাম যে ব্যাটে লাগেনি। তাই লিটনের (দাস) কাছে জিজ্ঞেস না করে সরাসরি রিভিউ নিয়ে ফেলি।’

সৌম্যর রান তখন ৯ বলে ১৪। তবে ইনিংস বেশি বড় করতে পারেননি। আউট হয়েছেন ২২ বলে ২৬ রান করে।

ইনিংস আরেকটু বড় করতে না পারার আক্ষেপের কথাও তাই শুনিয়েছেন,‘যদি শেষ করে আসতে পারতাম, বা আরও কিছুটা এগিয়ে দিতে পারতাম, ভালো লাগত। শুরুটা ভালো হয়েছিল, একটা ভুল করেছি। সামনে যেন এই ভুলটা না করি, সেদিকে মনোযোগ থাকবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে