স্পোর্টস ডেস্ক : এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে কেবল সাতটি টি-টোয়েন্টি খেলেছিলেন নুয়ান তুশারা। হঠাৎ করে আজ (শনিবার) টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তার আগমন হয়েছে মাথিশা পাথিরানা ইনজুরিতে ছিটকে যাওয়ার সুবাদে।
আচমকা তার একাদশে অন্তর্ভুক্তি ভড়কে দিয়েছে টাইগার ব্যাটারদের। তুশারার বল মোকাবিলায় তাদের হিমশিম খেতে হয়েছে। হ্যাটট্রিকের পাশাপাশি এই পেসার নিয়েছেন ৫ উইকেট। সিরিজ শেষেও তাই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র মুখে তার প্রশংসা। কথা বলেছেন নিজেদের দুর্বলতা নিয়েও। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শুরুটা হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে। মাত্র তিন রানে সেদিন হেরেছিল বাংলাদেশ।
এরপর দ্বিতীয় ম্যাচটিতে একপেশে দাপট দেখিয়ে নাজমুল শান্ত’র দল সিরিজে সমতা ফেরায়। ফলে আজ তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা ছিল টাইগারদের। তুশারার বোলিং তোপে পুড়ে তাদের সেই আশা ভঙ্গ হয়েছে।
এ নিয়ে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেন, ‘শুরুতে তারা যেভাবে ব্যাট করেছে, অসাধারণ। কিন্তু শেষ ৪-৫ ওভারে আমরাও ভালোভাবে কামব্যাক করেছিলাম। পরের ইনিংসে পুরো নিয়ন্ত্রণ নিয়েছে নুয়ান তুসারা, পুরো ক্রেডিটই তার। দুর্দান্ত বোলিং করেছে সে। তবে আমাদের আরও সতর্ক হয়ে ব্যাটিং করা দরকার ছিল, বিশেষ করে শুরুর ছয় ওভারে।’
শান্ত বলেন, ‘যদি পুরো সিরিজের দিকে তাকান, আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই ম্যাচে বিশেষ করে রিশাদ, তাসকিন ও মেহেদীর ব্যাটি সত্যি খুশি হওয়ার মতো। এই সিরিজ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি, কিন্তু ওয়ানডে ভিন্ন ফরম্যাট। তবুও আমাদের পুরো ভাবনা এখন সেদিকে।’