রবিবার, ১০ মার্চ, ২০২৪, ০৮:৫৫:৪৫

তামিম ইকবালের কাঁধে অধিনায়কত্বের ভার

তামিম ইকবালের কাঁধে অধিনায়কত্বের ভার

স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমে প্রাইম ব্যাংকের অধিনায়ক হিসেবে খেলবেন তামিম ইকবাল। অভিজ্ঞ এই ক্রিকেটারকে নেতৃত্ব দেওয়ার খবরটি আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক।

দলটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে তামিমের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘সবচেয়ে বিশ্বস্ত কাঁধেই থাকছে অধিনায়কত্বের ভার: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল খান!’

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তামিমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। দেশের সবচেয়ে রোমাঞ্চকর এই ফ্যাঞ্চাইজি লিগে ব্যাট হাতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে জিতেছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।

এবার ডিপিএলে তার নেতৃত্বে দারুণ কিছু দেখার অপেক্ষায় প্রাইম ব্যাংক। বিপিএলে বরিশালে খেলা সৌম্য সরকার, মুশফিকুর রহিমদের মতো তারকা ক্রিকেটারকে এখানেও সতীর্থ হিসেবে পাচ্ছেন তামিম। তাছাড়া মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন অপু, নাইম ইসলামের মতো ক্রিকেটাররা আছেন দলে।

তবে প্রাইম ব্যাংক ছেড়ে দিয়েছেন শরিফুল ইসলাম। এই ইনফর্ম পেসারের ঘাটতি পূরণ করতে হাসান মাহমুদকে দলে নিয়েছে তারা। তাছাড়া রুবেল হোসেন, আশিকুজ্জামানরাও আছেন পেস বিভাগে। দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিন।

আগামী ১১ মার্চ পর্দা উঠছে ডিপিএলের এবারের আসরের। প্রথম দিনেই মাঠে নামবে প্রাইম ব্যাংক। যেখানে খান সাহেব ‍ওসমান আলী স্টেডিয়ামে তামিমদের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে