সোমবার, ১১ মার্চ, ২০২৪, ০৭:২৮:২৭

অবসর নাকি দলে ফিরছেন, তামিম কী বলেছেন সভায়?

অবসর নাকি দলে ফিরছেন, তামিম কী বলেছেন সভায়?

স্পোর্টস ডেস্ক : বিপিএলের পর বোর্ড সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বলেছিলেন, তামিম ইকবালের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে আবার সাবেক অধিনায়কের সঙ্গে বসতে চান। তামিমের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন সভাপতি।

সেই সভা গতকাল রবিবার রাতে হয়েছে। তবে সে সভায় নিজের অবস্থানের ব্যাপারে তামিম আগের কথাই নতুন করে বলেছেন বলে জানিয়েছে একটি গণমাধ্যম।

এক প্রতিবেদনে বলা হয়েছে গতকাল রাতে বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে দীর্ঘ সভা হয়েছে তাঁর। সে সভার বিস্তারিত সবকিছু দ্রুততম সময়ে বোর্ড সভাপতিকে জানানো হবে বলে জানা গেছে।

সভায় কী আলোচনা হয়েছে, এ ব্যাপারে তামিম কালের কণ্ঠকে বলেছেন, ‘আমার তো নতুন করে কিছু বলার নেই। আগে যা বলেছি, এবারও তাই বলেছি। এর বেশি কিছু বলব না। কারণ, বিসিবি আমার অভিভাবক। সময় হলে তারাই জানাবেন।’

গতরাতেই বেসরকারি একটি টিভি চ‍্যানেলের দেওয়া টিজারে তামিমকে বলতে শোনা গেছে, ‘আমার জন‍্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা খুব ডিফিকাল্ট।’ সেখানে এটাও বলেছেন যে এ নিয়ে তিনবার পরিচালকদের নিজের সব কথা বলেছেন তামিম ইকবাল।

তাঁর জন্য কেন জাতীয় দলে ফেরা প্রায় অসম্ভব, তার ইঙ্গিত বিপিএল ফাইনালের পরই দিয়েছিলেন তামিম। বলেছিলেন, ফেরার আগে অনেক কিছু ঠিক হতে হবে। কোন কোন বিষয় ঠিক হতে হবে, তা সেদিন পরিষ্কার করেননি। তবে গতকাল রাতের টিজারে সাকিব আল হাসানের দিকে যেহেতু তির ছুড়তে দেখা গেছে, তাতে ‘অনেক কিছুর’ একটি যে সাকিব-সংক্রান্ত তার আভাস অনেকটাই মিলছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিসিবির ঊর্ধ্বতনরা তামিমকে ফেরাতে চান। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফেরার পর ড্রেসিংরুমের দ্বন্দ্ব ওভাবে প্রকাশ্যে চলা আসার পর ‘অনেক কিছু ঠিক’ আসলেই আর হবে কিনা, সন্দেহ আছে।

আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরার সম্ভাবনা তাই নেই বললেই চলে। তবে একবার অবসর নিয়ে সিদ্ধান্ত বদলানোর পর নতুন করে আর অবসর নেওয়ার পক্ষপাতী নন তিনি।

গত বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের মাঝপথে হঠাৎ অবসর নেন তামিম। একদিন বিরতি দিয়ে সে সিদ্ধান্ত থেকে সরে এলে তাঁকে ছুটি দেওয়া হয়। ছুটি শেষে ফিরলেও বিশ্বকাপে যাওয়া হয়নি তাঁর। সে সময় তামিম ও সাকিবের মধ্যকার দ্বন্দ্ব কদর্যভাবে উঠে আসে পাল্টাপাল্টি সাক্ষাৎকারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে