বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১১:৫০:২৪

আইসিসি থেকে বড় সুখবর পেলেন শরিফুল

আইসিসি থেকে বড় সুখবর পেলেন শরিফুল

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হতেই সুখবর পেলেন বাংলাদেশ দলের তরুণ পেসার শরিফুল ইসলাম। 

ইনিংসের শুরুতে বল হাতে নিয়মিত বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেওয়ার সুবাদে আইসিসি থেকে বড় সুখবর পেলেন শরিফুল। আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় ৩৯ নম্বরে উঠে এসেছেন শরিফুল।

বুধবার ক্রিকেটারদের র‌্যাংকিং তালিকা আপডেট করেছে আইসিসি। আর সেই তালিকাতেই লম্বা লাফ দিয়েছেন শরিফুল। এক লাফে ১৯ ধাপ এগিয়েছেন এই পেসার। দুই ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন পেসার তাসকিন আহমেদেও।

অবশ্য র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ওয়ানে অলরাউন্ডারের শীর্ষস্থান হারানোর পর এবার টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়েও অবনতি হয়েছে তার। ৪ ধাপ নিচে নেবে তার অবস্থান এখন ৩১ নম্বরে।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবার উপরে আছেন মোস্তাফিজুর রহমান। তিনি এক ধাপ নিচে নেমে ২৪ নম্বরে অবস্থান করছেন। এ তালিকায় শীর্ষে ইংলিশ স্পিনার আদিল রশিদ।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় দুই দাপ এগিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অবস্থান এখন ৩৩ নম্বরে। দুই ধাপ পিছিয়েছেন ওপেনার লিটন দাস। তিনি ৩১ নম্বরে আছেন। এ তালিকায় শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে